[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

এক টানেই জালে ২০০ মণ ইলিশ, আনন্দে আত্মহারা জেলেরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ৩:১২ পিএম

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে এক টানে ২০০ মণ ইলিশ ধরা পড়েছে এফবি রাইসা নামের একটি ট্রলারে।

ধরা মাছগুলো বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সাইফ ফিশ আড়তে প্রতি মণ ২৬ হাজার টাকা দরে মোট ৫২ লাখ টাকায় বিক্রি করা হয়।

গত সোমবার (১৭ নভেম্বর) কুয়াকাটা থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীর সমুদ্রে এক টানেই এই বিপুল পরিমাণ ইলিশ ওঠে। এর ওজন ছিল ৩০০ থেকে ৪০০ গ্রাম—যা বাণিজ্যিকভাবে বেশ চাহিদাসম্পন্ন।

খোঁজ নিয়ে জানা গেছে, এফবি রাইসা ট্রলারটি গত ১৪ নভেম্বর পাথরঘাটা থেকে ১৭ জন জেলে নিয়ে মাছ ধরতে যায়। টানা তিন-চার দিনেও খুব বেশি মাছ না পাওয়ায় জেলেদের মন খারাপ ছিল। এরপর ১৭ নভেম্বর বিকেলে জাল ফেলার কিছুক্ষণ পরই জাল টানতে গিয়ে সবাই স্তব্ধ হয়ে যায়—টইটম্বুর ইলিশে ভরে গেছে জাল।

ট্রলারের মাঝি মাসুদ বলেন,
“চার দিনেও খুব বেশি মাছ পাইনি। কিন্তু ১৭ নভেম্বর বিকেলে এক টানেই প্রায় ১৮ হাজার ইলিশ উঠে আসে। এত দিনে এত মাছ না পেয়ে আমাদের খুব কষ্টে দিন কাটছিল। এই ধরা আমাদের নতুন করে স্বস্তি এনে দিয়েছে।”

ট্রলারের মালিক রুবেল বলেন,
“অনেক দিন ধরেই সাগরে মাছ কম মিলছে, লোকসান গুনতে হচ্ছিল। এই ধরা আমাদের ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করবে।”

আড়তদার মোস্তফা আলম জানান,
“আমার আড়তে মাছগুলো বিক্রি হয়েছে। কয়েক দিন আগে আরেকটি ট্রলারও ১৫০ মণ মাছ তুলেছিল। জেলেরা আবার ইলিশ পাচ্ছে—এটাই বড় সুখবর।”

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন,
“অনেক দিন ধরে প্রত্যাশিত ইলিশ মিলছিল না। হঠাৎ এক ট্রলারে ২০০ মণ ইলিশ পাওয়ায় আমরা সবাই খুব খুশি।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর