ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পাঁচ বছরের সাজা ন্যায়বিচারের পূর্ণতা প্রদান করে না। তিনি আশা প্রকাশ করেছেন, এ বিষয়ে আপিল ও রিভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়ে সর্বোচ্চ সাজা কার্যকর করা হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভোলা জেলা পরিষদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জেলা পরিষদ হলরুমে ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
জাহিদুল ইসলাম বলেন, “সকলের প্রত্যাশা ছিল যে শেখ হাসিনার মামলার রায় দ্রুত ঘোষণা করা হোক। ৫ আগস্টের পর থেকে আমরা সারাদেশে গণমিছিল ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে বিচারের দাবি উত্থাপন করেছি। যদিও রায় ধীরগতিতে এসেছে, তা যথেষ্ট নয়। যেহেতু তিনি পার্শ্ববর্তী দেশে অবস্থান করছেন, আশা করি বাংলাদেশ সরকার ইন্টারপোলের সহযোগিতায় তাঁকে দেশে ফিরিয়ে রায় কার্যকর করবে।”
তিনি আরও বলেন, “ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন, যারা গণহত্যার সঙ্গে জড়িত। বিগত সময়ে ক্যাম্পাসে ফ্যাসিবাদী রাজনীতি ও কলুষিত ছাত্ররাজনীতির দায় মূলত ছাত্রলীগের। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামীতে ইসলামী ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি ইমরান হোসেন নাবিল সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির পাঠাগার বিষয়ক সম্পাদক মো. সোহেল, স্পোর্টস বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ রাফি এবং ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন।
শিক্ষার্থীদের নবীনবরণে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
এসআর
মন্তব্য করুন: