[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

আগারগাঁও ও বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ৬:১১ এএম

রাজধানীর আগারগাঁওয়ের এডিবি ভবনের সামনে এবং বিমানবন্দর

রেলস্টেশনে পৃথক দুই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোথাও কেউ আহত হয়নি।

শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে আগারগাঁও এলাকায় ডিউটিরত পুলিশের খুব কাছেই হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত দ্রুতগতিতে এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়। তিনি আরও বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

একই রাতে আরেকটি বিস্ফোরণ ঘটে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে। রাত ১১টা ১০ মিনিটের দিকে অজ্ঞাত ব্যক্তিরা সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই মাসুদ পারভেজ জানান, ঘটনায় কেউ আহত হয়নি এবং বিষয়টি রেলওয়ে পুলিশ তদন্ত করছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর