[email protected] রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২

লক্ষ্মীপুরে বিএনপি নেতা কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ৯:৫৫ পিএম

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির (৫০) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে মোস্তফার দোকানসংলগ্ন সড়কে দুর্বৃত্তরা জহিরকে অতর্কিত হামলা করে কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহের পাশে গুলির খোসাও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে জহির মাদক ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও সাম্প্রতিক সময়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

চন্দ্রগঞ্জ থানা পুলিশের ওসি ফয়জুল আজীম বলেন,
“খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। তাকে হত্যা করা হয়েছে নিশ্চিত। তবে কারা এবং কেন হত্যা করেছে—তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত চলছে।”

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন,
“ঘটনাটি শুনেছি, বিস্তারিত জানার চেষ্টা করছি।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর