বরিশালে হাফ ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় টার্মিনালে থাকা অর্ধশতাধিক বাস ভাঙচুর করা হয়। সংঘর্ষে শিক্ষার্থী ও শ্রমিক মিলিয়ে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত সোয়া ৮টা পর্যন্ত সেখানে হামলা–ভাঙচুর চলতে থাকে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, বরিশাল–মুলাদী রুটে এক শিক্ষার্থী হাফ ভাড়া দিতে চাইলে শ্রমিকরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ খবর ছড়িয়ে পড়লে বিএম কলেজের শিক্ষার্থীরা টার্মিনালে গিয়ে প্রতিবাদ জানান।
তাদের অভিযোগ, শ্রমিকরা তখন উল্টো তাদের ওপর হামলা চালায়, এতে ২০–২৫ জন শিক্ষার্থী আহত হন।
এক শিক্ষার্থী বলেন,
“হাফ ভাড়া আমাদের অধিকার। শ্রমিকরা শিক্ষার্থীকে লাঞ্ছিত করায় আমরা প্রতিবাদ করতে গেলে তারা আমাদের মারধর করে।
পরিবহন শ্রমিকদের দাবি, তারা কোনো আগ্রাসী আচরণ করেননি; বরং শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে টার্মিনালে হামলা চালিয়ে বাস ভাঙচুর করেছে।
পরিবহণ শ্রমিক নেতা আরজু মৃধা বলেন,
“বিএম কলেজে ছুটি থাকা সত্ত্বেও কয়েকশ শিক্ষার্থী এসে স্ট্যান্ডে দাঁড়ানো ৫০টির বেশি বাস ভাঙচুর করে। সেখানে থাকা ১৫–২০ শ্রমিককে মারধর করে গুরুতর আহত করে।”
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন,
“অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”
এসআর
মন্তব্য করুন: