বিতরণ লাইন সংস্কার ও উন্নয়ন কাজের কারণে আজ শনিবার (১৫ নভেম্বর) সিলেট নগরের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৩ নভেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (মোট ১০ ঘণ্টা) নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময়ে ট্রান্সফরমার মেরামত, লাইনের উন্নয়ন এবং গাছপালা ছাঁটাইয়ের কাজ সম্পন্ন করা হবে।
১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন এলাকা—
পিডিবি জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
এসআর
মন্তব্য করুন: