[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

মাত্র ১০ মাসের জন্য পৃথিবীতে এলো মাবিয়া, ডেঙ্গু কেড়ে নিলো প্রাণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ৮:০৯ এএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে

আক্রান্ত হয়ে ১০ মাস বয়সী মাবিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু ঘটে।

বৃহস্পতিবার দুপুরের আগে রামেক হাসপাতাল থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়। মাবিয়ার বাড়ি গোদাগাড়ী উপজেলায়। অসুস্থ হয়ে পড়ায় তার স্বজনরা তাকে গত ৮ নভেম্বর রাতে রামেকে ভর্তি করেন।

হাসপাতাল সূত্র জানায়, মাবিয়ার কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। ভর্তি হওয়ার আগে সে প্রায় ১৫ দিন জ্বরে ও ১০ দিন ধরে কাশিতে ভুগছিল। প্রথমে তাকে ১০ নম্বর ওয়ার্ডে রাখা হলেও অবস্থার অবনতি হওয়ায় ৯ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যায় মাবিয়া।

রামেক হাসপাতালের মুখপাত্র শঙ্কর বিশ্বাস জানান, ডেঙ্গু আক্রান্ত শিশুটির মৃত্যুর পর প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর