[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

চেকপোস্ট দেখে পালালেন চালক, গাড়িতে মিললো এক লাখ ইয়াবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ৮:০৬ এএম

চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় বিশেষ অভিযানে এক

লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মেরিনার্স রোডের চামড়ার গুদামসংলগ্ন ওমর আলী মার্কেটের সামনে এ অভিযান চালানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকায় বিপুল পরিমাণ ইয়াবা পাচারের খবর পাওয়ার পর এলাকাটিতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামার নির্দেশ দিলে চালক কিছুটা দূরে গাড়িটি রেখে পালিয়ে যায়।

কোতোয়ালী থানার ওসি মো. আবদুল করিম জানান, যানজটের কারণে চালককে আটক করা সম্ভব হয়নি। পরে গাড়িটি তল্লাশি করে ব্রেক ঢালার ভেতরে লুকানো একটি কালো ট্রাভেল ব্যাগ থেকে দশটি বড় প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার করে মোট এক লাখ ইয়াবা ছিল। গাড়ির চালকসহ সংশ্লিষ্টদের শনাক্তে চেষ্টা চলছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর