[email protected] বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
২৯ কার্তিক ১৪৩২

মিয়ানমারগামী খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ জন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ৮:২২ পিএম

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছে

কোস্টগার্ড একটি বিশেষ অভিযান চালিয়ে ২২ জন পাচারকারীকে আটক করেছে। তাদের সঙ্গে মিয়ানমারে পাচারের জন্য নেওয়া বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীও জব্দ করা হয়েছে।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা শাকিব মেহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে কোস্টগার্ড জাহাজ ‘জয় বাংলা’ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দুটি সন্দেহজনক ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকার পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে ছিল ৬০০ বস্তা মটর ডাল ও ৬৫০ বস্তা সিমেন্ট। এছাড়া, পাচার কাজে ব্যবহৃত বোটও আটক করা হয়েছে। বর্তমানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর