[email protected] বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
২৯ কার্তিক ১৪৩২

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ৭:০৫ পিএম

ফরিদপুরে ১০ লাখ টাকা যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে

সোহানুর রহমান (৩৬) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত না থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

রায়ে মামলার অন্য সাত আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। তারা সবাই দণ্ডপ্রাপ্ত আসামি সোহানুরের আত্মীয়।

আদালত সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মিজানুর রহমানের ছেলে সোহানুর রহমান ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর সাজিয়া আফরিনকে (১৯) বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি স্ত্রীর পরিবারের কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন। সাজিয়ার বাবা-মা এ অর্থ দিতে না পারায় ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে সাজিয়াকে হত্যা করে বাড়ির বারান্দায় ফেলে রাখেন সোহানুর।

পরদিন সকালে সাজিয়ার মা রুমানা খান মেয়ের মরদেহ দেখতে পান এবং পরে জামাতা সোহানুরসহ আটজনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ৯ সেপ্টেম্বর উপপরিদর্শক (এসআই) আব্দুল গাফফার আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ আট বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বৃহস্পতিবার প্রধান আসামি সোহানুর রহমানকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

মামলার সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভুঁইয়া বলেন, “রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তাই আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এ রায় যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে দৃষ্টান্ত হয়ে থাকবে।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর