[email protected] বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
২৯ কার্তিক ১৪৩২

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ব্রিটিশ উন্নয়ন মন্ত্রী জেনি চ্যাপম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ৬:৫১ পিএম

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি

চ্যাপম্যান কক্সবাজার সফরে এসে রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য চলমান মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তিনি উখিয়ার বালুখালী ক্যাম্প–৭ এ পৌঁছান।

চ্যাপম্যানের নেতৃত্বে থাকা ব্রিটিশ প্রতিনিধি দলে ছিলেন বিশেষ উপদেষ্টা অ্যামেলি গেরিকে, ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, মানবিক সহায়তা দলের প্রধান এলি মুডি এবং উপদেষ্টা মারিনেলা বেবোস-গলশেটি।

ক্যাম্পে গিয়ে তিনি প্রথমে ইউনিসেফ ও ফ্রেন্ডশিপের সহায়তায় পরিচালিত একটি শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা শিশুদের পাঠদানের পরিবেশ, শিক্ষা সামগ্রী এবং শিক্ষকদের সঙ্গে কথা বলেন তিনি।

এরপর নারীবান্ধব একটি কেন্দ্র ঘুরে রোহিঙ্গা নারীদের সঙ্গে মতবিনিময় করেন চ্যাপম্যান। নারীরা কীভাবে গৃহস্থালি বাগান, হস্তশিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তা উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর হচ্ছেন— সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।

পরে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন ব্রিটিশ মন্ত্রী। তিনি সেখানে সহায়তার প্রক্রিয়া এবং উপকারভোগীদের অভিজ্ঞতা শোনেন। দুপুরে মধুরছড়া ক্যাম্পে গিয়ে সাবান উৎপাদন ও দক্ষতা উন্নয়ন প্রকল্পও পরিদর্শন করেন তিনি।

দিনশেষে উখিয়া সফর শেষে কক্সবাজারে ফিরে যান চ্যাপম্যান ও তাঁর সহযাত্রীরা। সফরের সমন্বয় করে রোহিঙ্গা কার্যক্রমে নিয়োজিত ইন্টার-সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি)।

আইএসসিজি জানিয়েছে, এই সফরের লক্ষ্য ছিল রোহিঙ্গা ও স্থানীয় জনগণের সহায়তায় চলমান আন্তর্জাতিক কার্যক্রম সরেজমিনে দেখা এবং যুক্তরাজ্যের ভবিষ্যৎ মানবিক সহায়তা পরিকল্পনার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর