রাজধানীর কমলাপুর ও গোপালগঞ্জসহ দেশের পাঁচটি স্থানে পৃথকভাবে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। তবে কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাত পৌনে তিনটার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে থেমে থাকা একটি হিউম্যান হলার বা লেগুনায় আগুন দেওয়া হয়।
রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইল এলাকায় একটি যাত্রীবিহীন বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একইভাবে রাত সাড়ে তিনটার পর মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে পার্ক করা ট্রাকে আগুন দেওয়া হয়।
গোপালগঞ্জের গণপূর্ত অফিসের পাশে দাঁড়িয়ে থাকা একটি পাজেরো ও পিকআপে আগুনের ঘটনা ঘটে। এছাড়া শরীয়তপুরের জাজিরা উপজেলায় একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়।
এর আগের দিন মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার রাত পর্যন্ত ঢাকাসহ সারাদেশে অন্তত ২০টি চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটে।
এসব ঘটনায় একটি ব্যাংক, ১০টি বাস, একটি ট্রেন ও একটি অটোরিকশায় আগুন দেওয়া হয়। এছাড়া পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ এবং দুই স্থানে পেট্রোল বোমা হামলার ঘটনাও ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এসআর
মন্তব্য করুন: