ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী
বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ঢাকামুখী লকডাউন কর্মসূচির কারণে ঢাকা–খুলনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। ফলে উভয় দিকেই শত শত বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে যায়। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী এবং ঢাকামুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
হাইওয়ে পুলিশ জানায়, অবরোধকারীরা এখনো মূল সড়কে অবস্থান করছে এবং গাছের গুঁড়ি সরানো হয়নি। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। তারা বলপ্রয়োগ না করে আলোচনার মাধ্যমে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করছে।
অবরোধের কারণে যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। অনেকেই দীর্ঘ সময় গাড়িতে আটকা পড়েছেন। এক যাত্রী জানান, সকাল থেকেই রাস্তায় আটকা পড়ে আছেন এবং কখন গন্তব্যে পৌঁছাতে পারবেন, তা জানা নেই। অন্য এক যাত্রী বলেন, পরিবারের ছোট শিশু কোলে নিয়ে ভোগান্তিতে রয়েছেন।
ট্রাকচালক সুমন শেখ জানান, তিনি স্যানিটারির পণ্য নিয়ে যাচ্ছিলেন, কিন্তু প্রায় তিন ঘণ্টা ধরে মহাসড়কে আটকা আছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, “আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে। রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। তবে আমরা সরে গেলে আবার অবরোধ সৃষ্টি করছে কিছু লোক। জেলা পুলিশ ও র্যাবের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি।”
এসআর
মন্তব্য করুন: