[email protected] মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
২৭ কার্তিক ১৪৩২

ঢাকায় হালকা শীতের আভাস, সকালে তাপমাত্রা ছিল ২১ ডিগ্রির ঘরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫ ৮:৫৪ এএম

রাজধানী ঢাকায় ধীরে ধীরে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার

(১১ নভেম্বর) সকালে তাপমাত্রা নেমে এসেছে ২১ ডিগ্রি সেলসিয়াসে, যা শীতের আগমনী বার্তা দিচ্ছে নগরবাসীকে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানানো হয়েছে।

ঢাকা ও আশপাশের অঞ্চলের জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।

আজ সকাল ৬টার পর্যবেক্ষণ অনুযায়ী, ঢাকায় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। সোমবার (১০ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১২ মিনিটে।

অন্যদিকে, সারাদেশের জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে—মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর