[email protected] রবিবার, ৯ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২

চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ৬:৩৭ পিএম

সংগৃহীত ছবি

চার দিনের শুভেচ্ছা সফরে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’ আজ শনিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে।

জাহাজটি বন্দরে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের আন্তরিক অভ্যর্থনা জানান।

বাংলাদেশ নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাহাজটিকে স্বাগত জানাতে বাংলাদেশের নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সফরকালীন সময়ে জাহাজটির অধিনায়কসহ পাকিস্তানি নৌবাহিনীর একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া জাহাজের অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের পাশাপাশি নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি ঘুরে দেখবেন। একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও ‘পিএনএস সাইফ’ পরিদর্শনের সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাকিস্তান নৌবাহিনীর এই শুভেচ্ছা সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর