[email protected] শনিবার, ৮ নভেম্বর ২০২৫
২৪ কার্তিক ১৪৩২

দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে টঙ্গীর তুলার গুদামের আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ৪:১৬ পিএম

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে একটি বড় তুলার গুদামে লাগা ভয়াবহ আগুন দেড় ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসসহ উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। তাদের প্রচেষ্টায় শনিবার দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় প্রথমে একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন আশপাশের আরও সাতটি গুদামে ছড়িয়ে পড়ে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন লাগার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের চারটি অতিরিক্ত ইউনিট সহায়তায় যোগ দেয়।

তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে আশপাশের অন্তত সাতটি গুদাম সম্পূর্ণ বা আংশিকভাবে পুড়ে যায়।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়ননি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর