[email protected] শনিবার, ৮ নভেম্বর ২০২৫
২৪ কার্তিক ১৪৩২

ভোলায় নলকূপ খনন করলেই বেরিয়ে আসছে গ্যাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ৭:৫৩ এএম

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কয়েকটি গ্রামে টিউবওয়েল খনন

করলেই বেরিয়ে আসছে গ্যাস। এই গ্যাস দিয়েই স্থানীয়রা প্রতিদিনের রান্না সেরে নিচ্ছেন বিনা খরচে। অবিশ্বাস্য হলেও এ ঘটনা এখন ওই এলাকার জন্য স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে — যেখানে নলকূপের পানি আর আগুন পাশাপাশি প্রবাহিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এসব গ্রামের শত শত নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে। বর্তমানে প্রায় পাঁচ হাজার পরিবার এই ‘ফ্রি গ্যাস’ ব্যবহার করছে। অনেকেই টিউবওয়েল থেকে সরাসরি পাইপলাইন টেনে চুলায় গ্যাস ব্যবহার করছেন, আবার কেউ কেউ সেই গ্যাস বিক্রি করেও আয় করছেন। একটি নলকূপ থেকেই গড়ে চার-পাঁচটি সংযোগ দেওয়া হচ্ছে।

প্রায় ৩৫ বছর আগে বোরহানউদ্দিনের শাহবাজপুরে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়। ধারণা করা হচ্ছে, সেই ক্ষেত্রের আশপাশের ভূগর্ভে জমে থাকা গ্যাসই এখন এসব গ্রামে বের হচ্ছে। কাচিয়া, টবগী, হাসাননগরসহ অন্তত পাঁচটি গ্রামে টিউবওয়েল খনন করলেই মেলে গ্যাস।

ভূগর্ভের প্রায় ৯০০ ফুট নিচ থেকে পানি ওঠার সঙ্গে গ্যাসও নির্গত হয়। স্থানীয়রা ড্রাম, সিলিন্ডার ও কম্প্রেসারের সাহায্যে সেই গ্যাস সংগ্রহ করে রান্নায় ব্যবহার করছেন।

গৃহিণী জান্নাত বেগম ও রোজিনা বলেন, “আমাদের কোনো খরচ লাগে না। একইসঙ্গে পানি ও গ্যাস দুটোই ব্যবহার করতে পারছি।”

তবে এসব অননুমোদিত সংযোগে নিরাপত্তার ঘাটতি থাকায় দুর্ঘটনার আশঙ্কা রয়ে গেছে। কেউ কেউ এই গ্যাস ব্যবহার করে ছোট কারখানাও গড়ে তুলেছেন। ফলে প্রাকৃতিক সম্পদের অপচয়ের পাশাপাশি সরকার রাজস্ব হারাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান বলেন, “বাপেক্স জানিয়েছে এগুলো পকেট গ্যাস। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো। বিনা অনুমতিতে গ্যাস ব্যবহার নিরাপদ নয়।”

ভোলা বাপেক্সের ডিজিএম শাহাদাৎ হোসেন জানান, “এই গ্যাসের সঙ্গে শাহবাজপুর গ্যাসক্ষেত্রের কোনো কূপের সংযোগ নেই, তাই আপাতত অনুমতির প্রয়োজন নেই।”

বর্তমানে ভোলার তিনটি গ্যাসক্ষেত্রে প্রায় ২.৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। এখান থেকে প্রতিদিন প্রায় ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয় বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর