চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার চাইল্লাতলী এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণায় গুলি ও হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে এ হামলায় চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
এ ঘটনায় সরওয়ার বাবলা নামে আরও একজন বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুজন সশস্ত্র ব্যক্তি হঠাৎ ঘটনাস্থলে এসে সরওয়ার বাবলার বুকে গুলি করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
গোলাগুলির শব্দে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে, লোকজন ছুটোছুটি করতে থাকেন। এ সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর পায়ে গুলি লাগে।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন,
“বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর প্রচারণায় হামলার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত চলছে।”
একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা প্রাথমিক তদন্তের তথ্য জানিয়ে বলেন,
“এটি সম্ভবত পূর্ব বিরোধের জের। কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপ সরওয়ার বাবলাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে বিএনপি প্রার্থীসহ কয়েকজন আহত হন।”
গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: