[email protected] বুধবার, ৫ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২

সন্ধ্যার মধ্যে চার জেলায় ঝড়-বৃষ্টি, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫ ১২:০৪ পিএম

সংগৃহীত ছবি

সন্ধ্যার মধ্যে দেশের চারটি জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য প্রকাশিত নদীবন্দর পূর্বাভাসে এই সতর্কতা দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, দেশের সামগ্রিক আবহাওয়ার ১২০ ঘণ্টার (পাঁচ দিন) পূর্বাভাসে বলা হয়েছে—আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

এ ছাড়া, রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর