[email protected] বুধবার, ৫ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২

সভা শেষে ফেরার পথে প্রাণ গেল ৩ বিএনপি কর্মীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫ ২:০৬ এএম

সংগৃহীত ছবি

বাগেরহাটের রামপালে বাসের ধাক্কা ও ট্রাকের চাপায় তিন বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা বিকেলে ভাগা বালুর মাঠে বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের নির্বাচনী সভায় অংশ নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে পড়ে যান। এ সময় পিছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এমরান হোসেন জানান, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

দলীয় সভা শেষে ফেরার পথে কর্মীদের মৃত্যুর ঘটনায় রামপাল বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন, “দুর্ঘটনায় নিহত তিনজনই আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। তাদের মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর