[email protected] মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
২০ কার্তিক ১৪৩২

নোয়াখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৫ জনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫ ৪:১৭ পিএম

সংগৃহীত ছবি

নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ওই সড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর