[email protected] রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
২৮ পৌষ ১৪৩২

শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ৬:২৭ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত তালিকায় শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জের আংশিক এলাকা) আসন থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (এপিএস) মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

দলের কেন্দ্রীয় নেতারা জানান, মাঠপর্যায়ে জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অবদানের ভিত্তিতেই তাকে এই আসনে প্রার্থী করা হয়েছে। শিগগিরই প্রার্থীদের আনুষ্ঠানিক মনোনয়নপত্র প্রদান করা হবে বলে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর