মুন্সীগঞ্জের গজারিয়ায় সাবেক এক সেনা সদস্যের পরিবারের ওপর ভয়াবহ ডাকাতি
মুন্সীগঞ্জের গজারিয়ায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (২ নভেম্বর) রাতে বালুয়াকান্দি ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় ফজলুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাত প্রায় ৩টার দিকে জানালার গ্রিল কেটে প্রথমে দুইজন বাড়ির ভেতরে ঢোকে। এরপর আরও ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ দল বাসায় প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে একে একে ভবনের চারটি ফ্ল্যাটে লুটপাট চালায়।
ফজলুল হকের মেয়ে সাথী বেগম জানান, “রাত ১টার দিকে কিছু শব্দ শুনলেও গুরুত্ব দিইনি। পরে তাহাজ্জুদ পড়তে উঠে দেখি জানালার গ্রিল কেটে দুই যুবক ঢুকছে। তারা আমাকে ও আমার ছেলেকে বন্দুকের মুখে জিম্মি করে ফেলে। কিছুক্ষণ পর আরও অনেকে ঢুকে পড়ে। প্রায় ৪৫ মিনিট ধরে পুরো ভবন তছনছ করে।”
ডাকাতরা নগদ তিন লাখ টাকা, প্রায় ৩২ ভরি স্বর্ণালঙ্কার ও ৯টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় বলে জানা গেছে। যাওয়ার সময় তারা সবাইকে একটি রুমে আটকে বাইরে থেকে তালা মেরে দেয়।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হক বলেন, “আমার তিন ছেলে বিদেশে থাকে। তাদের পাঠানো স্বর্ণালংকার আর ব্যাংক থেকে তোলা টাকা সব নিয়ে গেছে। ওরা আমাদের পরিবার সম্পর্কে অনেক কিছু জানত— কে কোথায় থাকে, কোন রুমে কী আছে, এমনকি বাসার ওয়াইফাই বন্ধ ছিল সেটাও জানত। মনে হয় স্থানীয় কেউ সহযোগিতা করেছে।”
ভোরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তালা ভেঙে তাদের উদ্ধার করে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, “ভোরে ৯৯৯–এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: