[email protected] রবিবার, ২ নভেম্বর ২০২৫
১৮ কার্তিক ১৪৩২

৯ মাস পর খুলল সেন্টমার্টিন, পর্যটক না থাকায় জাহাজ ছাড়েনি কোনোটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫ ১:৪২ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘ নয় মাস পর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন।

তবে প্রথম দিনেই পর্যটক না থাকায় কক্সবাজার থেকে কোনো জাহাজ ছাড়তে পারেনি।

জানা গেছে, কক্সবাজার শহর থেকে সেন্টমার্টিন যেতে সময় লাগে প্রায় আট থেকে নয় ঘণ্টা। ফলে দিন শেষে ফিরে আসা কঠিন হওয়ায় পর্যটকরা প্রথম দিন ভ্রমণে আগ্রহ দেখাননি।

জাহাজ মালিকদের মতে, সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী নভেম্বরে সেন্টমার্টিনে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি নেই; তাই অনেকেই যাত্রা স্থগিত রেখেছেন। তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাতযাপনের অনুমতি দেওয়া হবে, তখন পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা করছেন তারা।

উল্লেখ্য, দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গত ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ ছিল। পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সরকার গত বছর থেকেই পর্যটক সংখ্যা সীমিত করার নীতি গ্রহণ করে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১ নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য দ্বীপটি খুলে দেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর