[email protected] রবিবার, ২ নভেম্বর ২০২৫
১৭ কার্তিক ১৪৩২

সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য হ্যাঁ-না ভোটের প্রয়োজন নেই’ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ ৫:০৯ পিএম

সংগৃহীত ছবি

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য ‘হ্যাঁ-না’ ভোটের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার লার্কাত্তা শিকদার বাড়ির সামনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, “দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু, অবাধ ও গণতান্ত্রিক নির্বাচন প্রত্যাশা করছে। এমন নির্বাচন আয়োজনের জন্য ‘হ্যাঁ–না’ ভোটের প্রয়োজন নেই। জনগণের একটাই আকুতি— যত দ্রুত সম্ভব একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক।”

তিনি আরও বলেন, “দেশের অর্থনৈতিক গতি এখন স্থবির হয়ে পড়েছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে অর্থনীতি আবারও চাঙ্গা হয়ে উঠতে পারে।”

বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, “বিগত তিনটি নির্বাচনে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাই আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।”

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর