আগামীতে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাখাতেই সর্বাধিক বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরের হালিশহরে রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
আমীর খসরু বলেন, “আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষা নির্ভর। শিক্ষিত জাতি গড়তে পারলেই আমরা নিজের পায়ে দাঁড়াতে পারব। উন্নত বাংলাদেশ গঠনের জন্য শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দিতে হবে।”
নারী শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, “নারীদের শিক্ষিত না করলে দেশ এগোবে না। মেয়েদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা স্বামীর মুখাপেক্ষী না হয়। প্রযুক্তিনির্ভর এই যুগে মেয়েদের কম্পিউটার ও প্রযুক্তি শিক্ষায় দক্ষ হতে হবে, নইলে তারা পিছিয়ে পড়বে।”
তিনি আরও বলেন, “আমরা চাই নারীরা যেন সর্বক্ষেত্রে—চাকরি, ক্রীড়া, রাজনীতি—নিজেদের অবস্থান তৈরি করতে পারে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষায় যে অবদান রেখেছেন, ভবিষ্যতে তারেক রহমানও সেই ধারাবাহিকতায় নারী শিক্ষার অগ্রগতির জন্য কার্যকর পদক্ষেপ নেবেন।”
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “এখন আর পেছনে তাকানোর সময় নেই, সামনে এগিয়ে যাওয়ার সময়। নতুন বাংলাদেশে বড় বড় ভবন নয়, প্রয়োজন সুশিক্ষিত জাতি। প্রতিটি বিদ্যালয়ে বিজ্ঞান ল্যাবরেটরি ও কারিগরি শিক্ষার সুযোগ থাকতে হবে। শিক্ষার সঙ্গে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও সমানভাবে গুরুত্ব পেতে হবে।”
বিদ্যালয় কমিটির সভাপতি মো. শফিউল্লাহর সভাপতিত্বে এবং শিক্ষিকা রোকেয়া বেগম ও সামিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিবুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, মঞ্জুর আলম, সাবেক কাউন্সিলর আবুল হাসেম ও জেসমিন খানম, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক তাজউদ্দীন, বিপাশা রূপা, শাহিন আক্তার, বিএনপি নেতা আবু জহুর, মোহাম্মদ সাইফুল, নূর সেলিম বাঙালি, মহল্লা কমিটির সভাপতি আবুল বাশার ও রফিকুল ইসলাম প্রমুখ।
এসআর
মন্তব্য করুন: