[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

বৃহস্পতিবার একযোগে সড়ক-রেল-নৌ অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ৪:৪২ পিএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে আজ (মঙ্গলবার) নৌপথ অবরোধ করেছেন স্থানীয় আন্দোলনকারীরা।

এতে মেঘনা নদীর ভৈরব বাজার ঘাটে প্রায় এক ঘণ্টা নৌচলাচল বন্ধ ছিল। কর্মসূচি শেষে আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) একযোগে সড়ক, রেল ও নৌপথ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলা এই নৌপথ অবরোধে বিক্ষোভকারীরা ভৈরব বাজার লঞ্চঘাট ও কার্গোঘাট এলাকায় অবস্থান নেন।

অবরোধকারীরা অভিযোগ করে বলেন, সোমবারের শান্তিপূর্ণ রেল অবরোধ কর্মসূচির শেষের দিকে ট্রেনচালক হঠাৎ জোরে হুইসেল বাজালে উপস্থিত জনতা আতঙ্কিত হয়ে কিছু পাথর নিক্ষেপ করে।

কিন্তু এর জন্য দায়ী করা হচ্ছে স্টেশন মাস্টার ও রেলওয়ে থানার ওসিকে। তারা বলেন, “ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে আমরা পূর্বেও মাঠে ছিলাম, ভবিষ্যতেও থাকব। মামলা দিয়ে আমাদের আন্দোলন দমন করা যাবে না।”

এর আগে আন্দোলনকারীরা সড়ক ও রেলপথ অবরোধের মাধ্যমে একই দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন।

আজ নৌপথ অবরোধের মধ্য দিয়ে তারা আন্দোলনকে আরও বেগবান করার ঘোষণা দেন। বৃহস্পতিবার একযোগে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর