জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ইপিজেড এলাকায় কাভার্ডভ্যানের চাপায় একটি ইজিবাইকে থাকা চার যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও পাঁচজন।
সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—ইজিবাইক যাত্রী রাশেদ মিয়া, কৃষক চান মিয়া এবং সরকারি আশেক মাহমুদ কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আরিফা খাতুন। নিহত আরেক নারীর পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জামালপুর থেকে মধুপুরগামী একটি কাভার্ডভ্যান ইপিজেড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ মিয়া মারা যান এবং আহত হন অন্য যাত্রীরা।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফা খাতুন, চান মিয়া ও অজ্ঞাত এক নারী মারা যান। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নিয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।b
এসআর
মন্তব্য করুন: