বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে ও কিশোরগঞ্জের রাজনীতিতে পরিচিত মুখ অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
বুধবার বিকাল থেকে কিশোরগঞ্জের আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ খবর ছড়িয়ে দেন। বিষয়টি ফয়জুল করিম মুবিন নিজেও স্বীকার করেছেন।
সেদিন বিকালে নিজের ফেসবুক পেজ “অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন” থেকে তিনি লাইভে এসে বলেন,
“শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন—আমি বিশ্বাস করি, দেশের নেতৃত্বে এখন তাঁরই প্রয়োজন। আমি রাজনীতি করেছি দেশের জন্য, কোনো দলের জন্য নয়।”
দুই মিনিট ১২ সেকেন্ডের ওই লাইভ ভিডিওতে মুবিন আরও বলেন,
“বাংলাদেশের রাজনীতি নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক। এখন ঐক্যের সময়—দেশ ও জনগণের স্বার্থেই।”
তার ফেসবুক পেজে আওয়ামী লীগের পতাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং জাতীয় পতাকা সংবলিত ব্যানার রয়েছে। জানা গেছে, পেজটি তিনি নিজেই পরিচালনা করেন।
এর আগেও ২১ অক্টোবর একই পেজে লাইভে এসে মুবিন বলেন,
“শেখ হাসিনার পক্ষে আমি অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন, কিশোরগঞ্জ থেকে ঘোষণা করছি—আমি অসাংবিধানিক সরকারের বিরোধিতা করছি।”
অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন দীর্ঘদিন কিশোরগঞ্জ জেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক, পৌর বিএনপির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৫ অক্টোবর তিনি ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন।
চরম রাজনৈতিক অনিশ্চয়তার সময় আওয়ামী লীগে যোগ দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন,
“আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের দল। এখন স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। সেই চেষ্টাকে প্রতিহত করতেই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক, জনগণের আশ্রয়স্থল।”
তবে কী প্রক্রিয়ায় বা কার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিয়েছেন—এ বিষয়ে তিনি কিছু জানাননি।
অন্যদিকে, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন,
“বিএনপিতে এখন মুবিনের কোনো পদ নেই। তাছাড়া তাঁর মানসিক অবস্থাও ঠিক নেই। তাই তাঁর আওয়ামী লীগে যোগদানের কোনো রাজনৈতিক গুরুত্ব নেই।”
এসআর
মন্তব্য করুন: