[email protected] বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
৮ কার্তিক ১৪৩২

তিন ঘণ্টা পর সচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ১:৫৮ এএম

সংগৃহীত ছবি

গাজীপুরে সেনাবাহিনীর সহায়তায় প্রায় তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে সড়কটি পুনরায় খুলে দেওয়া হয়।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে নগরীর হারিকেন এলাকায় এক বেপরোয়া ট্রাকের চাপায় পথচারী গুরুতর আহত হন।

এতে ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষুব্ধ জনতা সড়ক না ছাড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর দুটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেন। এরপর রাত ১১টা ২০ মিনিটে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে এবং বিক্ষুব্ধ জনতা ছত্রভঙ্গ হয়ে গেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর