রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, “এবার নির্ভয়ে ভোট দেবেন। বিএনপির বন্ধু আছে, কিন্তু প্রভু নেই।”
বুধবার (২২ অক্টোবর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার শিমুলতলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, শান্তিনগর প্রাথমিক বিদ্যালয় মাঠ, ভবানীপুর মাদ্রাসা মাঠ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত ধারাবাহিক পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন,
“মানুষকে বিভ্রান্ত করতে অনেকে নানা কথা বলছে—কেউ বলছে, এই দিকে ভোট দিলে এটা পাওয়া যাবে, অন্য দিকে ভোট দিলে ওটা পাওয়া যাবে। কিন্তু মনে রাখবেন, দেওয়ার মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন, আর সুপারিশ করার অধিকার একমাত্র হজরত মুহাম্মদ (সা.)-এর। তার বাইরে কারও কোনো সুপারিশের ক্ষমতা নেই।”
তিনি আরও বলেন,
“যেদিন বিচার হবে, সেদিন কেউ কারও জন্য কিছুই করতে পারবে না। এমনকি বাবা-মাও নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবেন। তাই আমাদের সবার উচিত নিজের আমল ও কর্মের দিকে মনোযোগ দেওয়া।”
ডা. জাহিদ হোসেন পথসভাগুলোতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্পর্কেও উপস্থিত জনগণকে অবহিত করেন এবং বলেন,
“বিএনপি জনগণের দল, জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। আমরা কারও নির্দেশে নয়, জনগণের শক্তিতে পরিবর্তন আনতে চাই।”
পথসভাগুলোতে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহিন, যুবদলের সদস্যসচিব মিঞা মো. শিরন আলম, যুবদলের সাবেক আহ্বায়ক হাসানুজ্জামান হাসানসহ উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পথসভাগুলোর সভাপতিত্ব করেন বিরামপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মাবুদ খন্দকার।
এসআর
মন্তব্য করুন: