[email protected] মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ ৮:২৪ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকায় হাত-পাের রগ কাটা অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী শামীম মাসউদ খান জয়-এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় আউটার রিং রোডসংলগ্ন সানসেট পয়েন্ট বিচ অ্যান্ড রিসোর্টের দক্ষিণে কাঁশবনের ভেতর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শামীম সম্পর্কে জানা গেছে

শামীম মাসউদ খান জয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্সে ভর্তি হন।

তিনি নগরীর বড়পোল এলাকার বন্দর আবাসিকে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জে।

পরিবারের বক্তব্য

নিহতের বাবা, সিএন্ডএফ ব্যবসায়ী শহীদুল ইসলাম খান বলেন,

“রোববার সন্ধ্যায় আমার মেজো ছেলের মোবাইলে অপরিচিত একটি নাম্বার থেকে ফোন করে জানানো হয়, শামীমের লাশ পাওয়া গেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ছেলে হাত-পায়ের রগ কাটা অবস্থায় অচেতন পড়ে আছে। পাশে একটি এন্টি কাটারও ছিল।”

তিনি আরও বলেন,

“রোববার দুপুর ১২টার দিকে শামীম বাসা থেকে বের হয়। যাওয়ার আগে ফোনে কারও সঙ্গে কথা বলেছিল এবং মাকে জানায়, একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছে। কিন্তু সে কার সঙ্গে দেখা করতে গিয়েছিল, তা জানায়নি। শামীম শান্ত প্রকৃতির ছেলে ছিল, তার কারও সঙ্গে কোনো বিরোধও ছিল না।”

শহীদুল ইসলাম খান বলেন,

“তার মোবাইল কললিস্টের সূত্র ধরে তদন্ত করলে পুলিশ প্রকৃত খুনিদের চিহ্নিত করতে পারবে।”

পুলিশের বক্তব্য

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন,

“শিক্ষার্থী শামীমের হাত ও পায়ের রগ কাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এন্টি কাটার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও জানান,

“ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

”চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শান্ত-শিষ্ট এই শিক্ষার্থীর নৃশংস হত্যাকাণ্ডে ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর