[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

কক্সবাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ১২:০১ এএম

সংগৃহীত ছবি

সারা দেশে ধারাবাহিক অগ্নিকাণ্ডের মধ্যেই এবার কক্সবাজারে ঘটেছে নতুন অগ্নিকাণ্ডের ঘটনা।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টা ১২ মিনিটের দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড়ে অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম জানান, ইসলামিক স্টাডিজ বিভাগে থাকা একটি কম্পিউটারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বিভাগের কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর