সারা দেশে ধারাবাহিক অগ্নিকাণ্ডের মধ্যেই এবার কক্সবাজারে ঘটেছে নতুন অগ্নিকাণ্ডের ঘটনা।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টা ১২ মিনিটের দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড়ে অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম জানান, ইসলামিক স্টাডিজ বিভাগে থাকা একটি কম্পিউটারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বিভাগের কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
এসআর
মন্তব্য করুন: