[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

বাড়তি মাশুলে চট্টগ্রাম বন্দরে ট্রেইলার চলাচল বন্ধ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫ ১১:১৫ এএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ির প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় কনটেইনার পরিবহনের ট্রেইলার চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকেরা।

গত ১৫ অক্টোবর থেকে নতুন মাশুল কার্যকর হওয়ায় বন্দরে কনটেইনার পরিবহন কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে।

ট্রেইলার মালিকেরা জানান, এটি কোনো আনুষ্ঠানিক ধর্মঘট নয়। বাড়তি ফি প্রদানের দায়িত্ব শ্রমিক না মালিক—এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় তারা আপাতত গাড়ি চালানো বন্ধ রেখেছেন।

শনিবার সকাল থেকে কোনো প্রাইম মুভার বা ট্রেইলার বন্দরে প্রবেশ করছে না। তবে অফডক বা ডিপোগুলোর ট্রেইলার চলাচল অব্যাহত আছে।

চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, “চট্টগ্রাম থেকে ভারী গাড়ি ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যায় নির্দিষ্ট লাইন খরচ অনুযায়ী।

তেলের দাম বাড়লে সেই খরচ পুনর্নির্ধারণ করা হয়। এখন হঠাৎ প্রবেশ ফি বাড়ায় নতুন করে হিসাব না করা পর্যন্ত গাড়ি চালানো সম্ভব হচ্ছে না।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। বন্দর চেয়ারম্যান ঢাকা থেকে ফিরে এলে আলোচনার মাধ্যমে সমাধানের আশা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর