কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূরুঙ্গামারী উপজেলার আমতলী এলাকায় তাদের আটক করে।
আটকদের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা প্রায় এক বছর আগে দালালচক্রের মাধ্যমে কুমিল্লা সীমান্ত পেরিয়ে ভারতের আসাম রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন। পরবর্তীতে দেশে ফেরার পথে তারা বিজিবির টহল দলের হাতে ধরা পড়েন।
তারা সবাই কক্সবাজার সদর উপজেলার কাকতলী গ্রামের বাসিন্দা। আটকদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তিরা জানান, তারা স্থানীয় দালালদের সহযোগিতায় সীমান্ত পার হন। রাতের আঁধারে বিএসএফের সহায়তায় কাঁটাতার অতিক্রম করার পর বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে বিজিবির টহল দল তাদের আটক করে।
আটকদের মধ্যে এক পরিবারের ৬ সদস্য রয়েছেন। তাদের নাম—
ইমাম হোসেন (৪৮), শফিউল্লাহ (১৮), নবী হোসেন (১৫), রবিউল আলম (২০), আজিজ (১৫), আবু (৭), আমেনা বেগম (২৮), রিফা (৯), শাফা (৬), রেজিয়া (২১) ও শাহিদা (২)।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ বলেন,
“বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করেছে। তাদের পরিচয় ও উদ্দেশ্য যাচাই-বাছাই চলছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এসআর
মন্তব্য করুন: