[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

ভারতে পালানোর সময় আ. লীগের দুই নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ ৬:৩২ পিএম

আওয়ামী লীগ নেতা মাহমুদুল আজাদ রিপন ও হাফিজুর রহমান ইকবাল

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন (৪৮) এবং বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল (৫৭)

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে বিরামপুর উপজেলার ভেলারপাড় ব্রিজ এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন,

“বিরামপুর এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে দুইজনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাইয়ে জানা যায় তারা রাজনৈতিক দলের নেতা এবং তাদের নামে নিজ নিজ এলাকায় একাধিক মামলা রয়েছে।”

স্থানীয় সূত্র জানায়, তারা সীমান্তের পথে দিকনির্দেশনা জানতে চাইলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে।

আটক মাহমুদুল আজাদ রিপন বরগুনা সদর উপজেলার চর কলোনি এলাকার আজহার আলীর ছেলে। অন্যদিকে, হাফিজুর রহমান ইকবাল বরিশালের উজিরপুর উপজেলার কেশবকাবী গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর