[email protected] শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
২ কার্তিক ১৪৩২

চট্টগ্রামের সিইপিজেডে অগ্নিকাণ্ড, একের পর এক বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ৯:০১ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় একটি কারখানায় আগুন পাঁচ ঘণ্টা পার হওয়ার পরও নিয়ন্ত্রণে আসেনি।

ধোঁয়ার কুণ্ডলিতে পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। কেমিক্যাল থাকার কারণে কিছুক্ষণ অন্তর বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা যাচ্ছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাত হয় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ২টার দিকে ৯ তলা বিশিষ্ট ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ কারখানার সপ্তমতলায়। প্রথমে নিজস্ব ব্যবস্থায় আগুন নেভানোর চেষ্টা করা হয়, পরে ফায়ার সার্ভিসকে ৯৯৯ নাম্বারে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট, নৌ ও বিমান বাহিনীসহ দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন উপর থেকে নিচ পর্যন্ত ছড়িয়ে গেছে। ধোঁয়ার কারণে পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন।

কর্মরত সূত্রে জানা গেছে, কারখানায় প্রায় ৫০০ শ্রমিক কাজ করতেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকদের সবাই নিরাপদে নিচে নামতে সক্ষম হন। আশপাশের অন্যান্য কারখানায় আগুন ছড়াতে না দেওয়ার জন্য ফায়ার সার্ভিস বিশেষ নজর রাখছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন,

“আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের ১৫টি ইউনিট কাজ করছে। নৌবাহিনী ও বিমান বাহিনীর ফায়ার সার্ভিসও সহযোগিতা করছে। তবে এখনো আগুনের সঠিক কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের খবর নেই।”

প্রাথমিকভাবে জানা গেছে, আগুন লাগা কারখানায় রেইনকোট, মেডিকেল এক্সেসরিজ ও অন্যান্য রপ্তানি পণ্য তৈরি করা হয়। কারখানার পাশের পেনিনসুলা ও স্মার্ট জ্যাকেট নামে দুটি পোশাক কারখানাও রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর