এইচএসসি ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ।
মোট ১৯২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থী অংশ নেন, এর মধ্যে ৪৮ হাজার ৬৫৭ জন উত্তীর্ণ হয়েছেন।
বোর্ডজুড়ে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ জন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সামছুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।
ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, বোর্ডে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে ইংরেজি ও উচ্চতর গণিত বিষয়ে। ইংরেজিতে পাসের হার ৬৫ দশমিক ২৮ শতাংশ, আর উচ্চতর গণিতে মাত্র ৬০ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
বিষয়ভিত্তিক ফলাফল অনুযায়ী—
এ ছাড়া আরবি ও ইংরেজি অঙ্কনে পাসের হার শতভাগ, সংস্কৃতিতে ৮৭.৫০ শতাংশ।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সামছুল ইসলাম বলেন,
“আমরা শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে পেরেছি। কিছু ভেন্যু কেন্দ্র কমিয়ে আনা এবং কঠোর নজরদারির কারণে অনেক শিক্ষার্থী প্রস্তুতির ঘাটতিতে ভালো ফল করতে পারেনি।”
তিনি আরও জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ পরীক্ষার ফলাফল নিশ্চিত করতে বোর্ড ভবিষ্যতে দুর্বল বিষয়ে বিশেষ নজর দেওয়ার পরিকল্পনা করছে।
এসআর
মন্তব্য করুন: