[email protected] বৃহঃস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
৩০ আশ্বিন ১৪৩২

সিরাজগঞ্জে জামায়াতের ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ১০:১৩ পিএম

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মিসভায় এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জামায়াত ত্যাগ করে বিএনপিতে যোগদানকারীদের নেতৃত্ব দেন জামায়াতের ওয়ার্ড সভাপতি মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতি। তিনি নতুন যোগদানকারীদের হাতে বিএনপির পতাকা তুলে দিয়ে দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

খাঁন সাঈদ হাসান জ্যোতি বলেন,

“বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কর্মিসভায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনসহ ৩০ জন আমার হাত ধরে বিএনপিতে যোগদান করেছেন। তারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।”

এ বিষয়ে জানতে চাইলে বাঙালা ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম কালবেলা বলেন,

“আনোয়ার হোসেনকে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে প্রায় ছয় মাস আগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তার সঙ্গে আরও ৩০ জন কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন কি না, সে বিষয়ে আমি অবগত নই।”

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন যোগদানকারীরা দীর্ঘদিন ধরে জামায়াতের তৃণমূল পর্যায়ে সক্রিয় ছিলেন। সাম্প্রতিক সময়ে তারা বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছিলেন এবং শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

বিএনপির স্থানীয় নেতারা জানান, এই যোগদান উল্লাপাড়ায় দলের তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর