ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি সংবাদপত্রের ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করেছে জেলা প্রশাসন।
গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ সংক্রান্ত আদেশ জারি করা হলেও বিষয়টি প্রকাশ্যে আসে সোমবার (১৩ অক্টোবর)।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন–এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় এসব পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া পত্রিকাগুলো হলো—
দৈনিক ঈষিকা, দৈনিক বিশ্বের মুখপত্র, দৈনিক দেশের খবর, হৃদয়ে বাংলাদেশ, দৈনিক আজকের ময়মনসিংহ, সাপ্তাহিক পরিধি, দৈনিক আলোকিত ময়মনসিংহ, দৈনিক দিগন্ত বাংলা, দৈনিক কিষানের দেশ, দৈনিক জাহান এবং দৈনিক অদম্য বাংলা।
এ বিষয়ে দৈনিক দেশের খবর সম্পাদক এফএমএ ছালাম বলেন,
“বাতিলের চিঠি এখনো হাতে পাইনি। বিষয়টি নিয়ে আমরা হাইকোর্টে যাব।”
একইভাবে দৈনিক জাহান-এর নির্বাহী সম্পাদক হাসিম উদ্দিন এবং দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা-এর সম্পাদক আ ন ম ফারুক জানান,
“আমরা এখনো কোনো চিঠি পাইনি।”
ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা বলেন,
“আইন অনুযায়ী নিয়মভঙ্গের কারণে পত্রিকাগুলোর ডিক্লারেশন বাতিল করা হয়েছে।”
উল্লেখ্য, চলতি বছরের ৮ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১৩টি পত্রিকাকে একযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল জেলা প্রশাসন।
কারণ, তাদের দুটি পাতায় একই প্রতিবেদন হুবহু প্রকাশিত হয়েছিল। ওই ১৩টির মধ্যে দৈনিক সবুজ ও দৈনিক নিউ টাইমস ছাড়া বাকি ১১টি পত্রিকার ডিক্লারেশন এখন বাতিল করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: