জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে নাও হতে পারে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন,
“ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ যারা গণহত্যায় প্রত্যক্ষভাবে জড়িত, তাদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে।”
তিনি জানান, এনসিপি আগামী জাতীয় নির্বাচনে যে কোনো জোটের সঙ্গে অংশ নিতে পারে, তবে দলীয় পরিচয় ও নিজস্ব প্রতীকেই নির্বাচন করবে।
“জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে,” বলেন সারজিস আলম।
আন্তর্জাতিক আদালতের প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই গণহত্যা মামলার রায় আসতে পারে বলে উল্লেখ করেন এনসিপির এই নেতা।
চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার বিষয়ে মতামত জানতে চাইলে তিনি বলেন,
“দেশের স্বার্থে নেওয়া যে কোনো সিদ্ধান্তে এনসিপির আপত্তি নেই। তবে দেশের স্বার্থ ক্ষুণ্ন হলে আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করব।”
জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের কেন্দ্রীয় নেতা মশিউর আমিনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
এসআর
মন্তব্য করুন: