ময়মনসিংহে পরিবহন মালিক ও শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে সোমবার (১৩ অক্টোবর) থেকে সব রুটে বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।
জেলা প্রশাসনের মধ্যস্থতায় এনসিপি নেতাদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত আসে।
এর আগে, এনসিপি নেতাকর্মীরা দাবি জানান যে ইউনাইটেড পরিবহনের ১৬টি বাস বন্ধ করতে হবে।
শুক্রবার থেকে তারা মসকান্দা বাস টার্মিনালে অবস্থান নেন এবং পরে পরিবহন শ্রমিকরা দীঘারকান্দা বাইপাস এলাকায় বিক্ষোভ করেন। ফলে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
শনিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে দুই পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপি নেতাদের দাবিগুলো পর্যালোচনার আশ্বাসের পর তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন, শ্রমিকরাও সড়ক থেকে সরে যান। তবে রোববার সকালেও ঢাকাগামী ও আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ ছিল।
রোববার সন্ধ্যায় জেলা প্রশাসক ও পুলিশের উপস্থিতিতে পরিবহন মালিক, শ্রমিক এবং এনসিপি নেতাদের যৌথ বৈঠক শেষে শর্তহীনভাবে সোমবার থেকে সব রুটে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম জানান, জনগণের ভোগান্তি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এনসিপির জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক জানান, ইউনাইটেড পরিবহনের ১৬টি বাস বন্ধের দাবিতে তারা অনড় রয়েছেন এবং প্রয়োজনে আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এসআর
মন্তব্য করুন: