[email protected] শনিবার, ১১ অক্টোবর ২০২৫
২৬ আশ্বিন ১৪৩২

নোয়াখালী বিভাগের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ ৩:২২ পিএম

সংগৃহীত ছবি

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সাংবাদিক এহসানুল আলম খসরু এবং সঞ্চালনা করেন যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি করিমুল হক সাথী।

বিক্ষোভে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌর বিএনপি সভাপতি আবদুল মতিন লিটন, জামায়াতে ইসলামীর পৌর আমির মাওলানা মোশাররফ হোসেন, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি শেখ সাদী ভূঁইয়া ও বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা সভাপতি আমির হোসেন বিএসসি প্রমুখ।

কর্মসূচিতে উই ফর ইউ, জীবন আলো, অফুরন্ত ব্লাড ব্যাংক, একাডেমী বাজার সমাজকল্যাণ পরিষদ, নাগরিক উন্নয়ন ফাউন্ডেশনসহ প্রায় ৩০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করে বলেন, একটি মহল নোয়াখালীকে কুমিল্লার সঙ্গে যুক্ত করে কুমিল্লা বিভাগ গঠনের ষড়যন্ত্র করছে। নোয়াখালীর মানুষ এই ষড়যন্ত্র মেনে নেবে না।

তারা বলেন, নতুন বিভাগ করা হলে নোয়াখালীকেই স্বতন্ত্র বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর