রংপুরের বদরগঞ্জ উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের কীটনাশক পান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নিহতের নাম ইউনুস আলী (৪০)। তিনি উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য এবং কাঁচাবাড়ি বানিয়াপাড়া গ্রামের মোখলেছ আলীর ছেলে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে, আর চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ ও ঋণের চাপে অতিষ্ঠ হয়ে ইউনুস আলী বৃহস্পতিবার রাতে কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন,
“বৃহস্পতিবার রাতে ইউনুস আলী কীটনাশক পান করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। দুর্ভাগ্যজনকভাবে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও সহকর্মীরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে আর্থিক সংকট ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
এসআর
মন্তব্য করুন: