[email protected] মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
২২ আশ্বিন ১৪৩২

মৃত্যু ছাড়া মানুষের সেফ এক্সিট নেই’ : সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫ ৪:২৭ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “মানুষের কোনো সেফ এক্সিট নেই—সেফ এক্সিট কেবল মৃত্যু।

মৃত্যু  ছাড়া কেউ নিরাপদে বের হতে পারে না। দেশ থেকে পালিয়ে গেলেও মানুষকে সেখানে আটকে রাখবে।”

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “কিছু উপদেষ্টা দায়সারা মনোভাবে দায়িত্ব পালন করছেন। তারা শুধু নির্বাচন পার করে নিরাপদে এক্সিট নিতে চান। কিন্তু এভাবে দায়সারা দায়িত্ব নিয়ে অভ্যুত্থান-পরবর্তী সরকার সফল হতে পারে না।”

তিনি আরও বলেন, “তারা শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছেন, এখন যদি জীবনের ভয় পান, তাহলে দায়িত্ব নেওয়ারই কথা ছিল না। জনগণের কাছে তাদের জবাব দিতে হবে, কোনো ছাড় দেওয়া হবে না।”

এনসিপির এই নেতা জানান, যেহেতু প্রতীক ব্যবহারে কোনো আইনি বাধা নেই, এনসিপি আগামী নির্বাচনে ‘শাপলা’ প্রতীক নিয়ে অংশগ্রহণের পরিকল্পনা করছে। “নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আমরা আশা করি, কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আস্থা ধরে রাখবে,” বলেন তিনি।

তিনি আরও জানান, এনসিপি এককভাবে না গিয়ে কোনো রাজনৈতিক জোটের সঙ্গেও নির্বাচনে অংশ নিতে পারে। “বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে। জনগণের স্বার্থ, দাবি ও চিন্তাধারা মিললে যৌথভাবে নির্বাচনে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে,” বলেন সারজিস।

আওয়ামী লীগের ‘নতুন ভার্সন’ তৈরির প্রচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, “যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন, তারাই ফ্যাসিস্ট কাঠামো তৈরি করেছেন। তাদের দিয়ে নতুন করে কোনো ভার্সন তৈরি করা মেনে নেওয়া হবে না। বাংলাদেশের ভালো মানুষরা চাইলে নতুন রাজনৈতিক দল গড়ুক—তাতে আমাদের আপত্তি নেই।”

সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে সারজিস আলম বলেন, “তারেক রহমান যে বেদনা, যন্ত্রণার কথা বলেছেন, তা আমাদেরও স্পর্শ করেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, আমরা তা-ই চাই।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ও তাদের দোসররা যেভাবে নির্যাতন চালিয়েছে, স্থানীয় পর্যায়ে যেন তারা আশ্রয় না পায়—সেই বিষয়ে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বকে সতর্ক থাকতে হবে। যদি তারা আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করে, তাহলে কেউই রেহাই পাবে না।”

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর