নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়াইগ্রাম থেকে বনপাড়া অভিমুখে একটি অটোরিকশা যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এসআর
মন্তব্য করুন: