কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে নারী-শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।
এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়েছে
শুক্রবার (৩ অক্টোবর) ভোরে যৌথ এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—সমুদ্রপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের উদ্দেশে একটি চক্র নারী-পুরুষ ও শিশুদের পাহাড়ি এলাকায় আটকে রেখেছে। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ নারী, ১২ পুরুষ ও ৮ শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, পাচারকারীরা মুক্তিপণের দাবিতে তাদের শারীরিকভাবে নির্যাতন করছিল এবং বিদেশে পাচারের প্রস্তুতি নিচ্ছিল।
কোস্টগার্ড কর্মকর্তা জানান, আটক দুই পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যকলাপ রোধে অভিযান অব্যাহত থাকবে।
এসআর
মন্তব্য করুন: