[email protected] বৃহঃস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
১৭ আশ্বিন ১৪৩২

ফেনীতে কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ১:২০ পিএম

সংগৃহীত ছবি

ফেনীর দাগনভূঞা উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার সিলোনীয়া বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের একটি বাস সিলোনীয়া বাজারে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের সঙ্গে জোরালোভাবে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে দুজনের। তারা হলেন—দাগনভূঞার খুশিপুরের শামিম আরা বেগম এবং দক্ষিণ জায়লস্করের মো. শ্রাবণ।

এ দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন—দক্ষিণ জায়লস্করের জান্নাত আক্তার বৃষ্টি, তামিম, আফিয়া, সাহাব উদ্দিন, খুশিপুরের নাফসি, ফেনী সদরের দক্ষিণ মাথিয়ারার আব্দুল্লাহ ও খোদেজা বেগম। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠান।

দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। তিনি আরও বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর