[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২

সেন্টমার্টিনে ১৮ কেজির কালা পোপা, বিক্রি হলো ৯৫ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৮:৪৫ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন উপকূলে জেলেদের জালে ধরা পড়েছে বিরল আকারের এক কালা পোপা মাছ।

প্রায় ১৮ কেজি ওজনের মাছটির দাম হাঁকানো হয়েছিল ১ লাখ টাকা, তবে শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ৯৫ হাজার টাকায়।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সেন্টমার্টিনের অদূরে সাগরে আব্দুল মোনাফের মালিকানাধীন ট্রলারের জেলেরা মাছটি ধরেন।

ট্রলার মালিক আব্দুল মোনাফ জানান,

“আমাদের ট্রলারে জেলেরা জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে বিশাল আকারের কালা পোপাও ধরা পড়ে। বাজারে তোলার পর এর ওজন হয় ১৮ কেজি। প্রথমে ১ লাখ টাকা দাম চাইলে শেষ পর্যন্ত ৯৫ হাজার টাকায় স্থানীয় ব্যবসায়ীরা মাছটি কিনে নেন।”

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন,

“কালা পোপা মাছ আকারে বড় হলে এর দামও বেশি হয়। খেতে যেমন সুস্বাদু, তেমনি এর বায়ু থলি সার্জিক্যাল কাজে ব্যবহৃত হয়—যা বাজারে এর চাহিদা ও দাম বাড়িয়ে দেয়।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর