[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৯:১৬ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করে বলেছেন, “গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে দেশে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ২০০৮ সালের তথাকথিত নির্বাচন এবং ওয়ান-ইলেভেনের মাধ্যমে দেশে স্বৈরাচার জেঁকে বসেছিল। তাই সামনে যদি সবাই ঐক্যবদ্ধ না হয়, গণতন্ত্রের জন্য হুমকি তৈরি হবে। তিনি আরও যোগ করেন, “সবার আগে বাংলাদেশ—এটাই আমাদের শুরু, এটাই শেষ।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এখন আর শুধু বক্তব্য নয়, কাজে নামতে হবে। জনগণের পাশে দাঁড়াতে হবে ঘরে ঘরে গিয়ে। সম্মেলনের স্লোগান হতে হবে—ঐক্য, জনগণ ও পুনর্গঠন।

সম্মেলনের অন্যান্য বক্তব্য
প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হলো। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ শাসনামলে দুই লাখ ৮০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে, ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে পাঁচ লাখ কোটি টাকায়। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে গণহত্যা ও দমন-পীড়নের ইতিহাস ভুলে না যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন মনিরুল হক চৌধুরী, আমিন উর রশিদ ইয়াছিনসহ কেন্দ্রীয় নেতারা। সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালে। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এ সম্মেলনে জাকারিয়া তাহের সুমনকে সভাপতি এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

কুমিল্লার ছয় সংসদীয় আসনের ১০ উপজেলা, চার পৌরসভা, ১০৭ ইউনিয়ন ও ৯৯৯ ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা এতে অংশ নেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর